তুমি নীলাঞ্জনা তুমি নীলাবতী
আধো জোসনা তুমি আধো রাতি,
নীলিমায় ঘেরা তুমি অসীম আকাশ –
দিয়েছো দোলা হয়ে দক্ষিণা বাসাত।
নীল শাড়িতে নীল টিপ পরা
নীল নয়না আঁখি –
রেশম নরম এলো চুলে তোমায় বড্ড ভালোবাসি।
চোখ দুটো যেনো শিশির ভেজা
ঠোঁট গোলাপি পাপড়ি,
মুখের পরে তিলটি তোমার
যেনো সুখের এক পালকি।
নারী নয় তুমি নীলপরির বেসে
এসেছো মনের আঙিনায়,
তুমিই সুখের প্রদীপ হয়ে-
মিশে আছো সকল নীলিমায়।
Leave a Reply