আমি তোমাতেই বন্ধু ওগো ধন্য
তুমি হয়ে আছো হৃদয়ে অনন্য।
মাধবী লতা হয়ে জড়িয়ে আছি
লজ্জাবতী মনোহরনী টাকে-
তুমিতো আমার সুখের প্রদীপ
নিদ নেই আঁখি পাতে।
নিয়েছি তুমি নামের ফুলটি কুড়িয়ে
জানি তাতে হাজারো কাটা আছে।
শত আঘাত দিলেও সখি
তোমাতেই সুখ বিরাজ করে।
রৌদ্র ফাগুন বাদল দিনে
মধুময় সুভাষীত আধার রাতে-
তোমার কথা গুলো আজো
ক্ষনে ক্ষনে হৃদয়ে বাজে।
তুমি জলপরী তুমি ফুলপরী
তুমি চাঁদনী নাকি হুরপরী,
সব মাধুরিতে করেছে একাকার-
বিধাতা তোমার রৌশনিতে।
Leave a Reply