মনে পড়ে আজো সৃতির ঘ্রানে
দুর দুরান্ত থেকে হলেও কাছেতে টানে,
অল্প টাকার সেই ফুলদানী টায়-
দু টাকার গোলাপ টি মানায়।
ছিলো বিশ্বাস ভরসা মমতায় ঘেরা
স্বপন সাধে ভরা নব বারতা।
আজী দেখি লুন্ঠিত হয় সবই
কারো কাছে নেই ভরসা।
আজো ফেলছি দীঘ’ নিঃশাস
অপলক দৃষ্টিতে লুকানো সৃতিসাধ।
ফিরে আসো যদি অতি তুমি
আসার জলসায় আঁখি পাতি।
কমদামী হলেওমোর ফুলদানি টার,
পুরানো ফুলের রোয়েছি আসায়।
আসুক না আসুক আসেকিবা যায়,
তুমিতো রোয়েছো সৃতির পাতায়।
Leave a Reply