শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কচি-কাঁচাদের বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া খানমসহ শিক্ষকমণ্ডলীর সদস্যরা শিশু শ্রেণির শিক্ষার্থীদের ফুল, চকলেট ও আবির দিয়ে বরণ করে নেন।
পরে পরিবেশন করা হয় শিশুতোষ সংগীত। সংগীতের সাথে নেচে-গেয়ে শিশুরা উৎসবমুখর পরিবেশে শ্রেণি কক্ষে প্রবেশ করে। এ সময় শিশুদের সাথে শিক্ষক ও অভিভাবকরা উদ্বেলিত হয়ে ওঠেন। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু উপস্থিত ছিলেন।
স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া খানম বলেন, প্রতি বছরই আমরা শিশুদের এভাবে বরণ করে নেই। এতে তাদের মধ্যে উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়। শিশুরাই দেশের ভবিষ্যৎ। তারা যাতে সুনাগরিক হয়ে দেশের সেবা করতে পারে, আমরা তাদের সেই শিক্ষা দেই। পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও মেধার সৃজনশীল চর্চার মাধ্যমে আনন্দের সাথে শিক্ষা গ্রহণের ব্যবস্থা এই বিদ্যালয়ে রয়েছে।
Leave a Reply