স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক বরাদ্দের পর ২১৭ সংসদীয় আসন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)’র কোটালীপাড়ায় ব্যাপক ভাবে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। চলছে জনসভা মাইকিং উঠান বৈঠক লিফলেট বিতরণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটের আশায় দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। শুনাচ্ছেন মাদক বেকার সমস্যার সমাধান সহ উন্নয়নের ঝুড়ি ভরা গল্প।
পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে রাস্তাঘাট সহ চারপাশ। গ্রামগঞ্জ হাট বাজার চায়ের দোকানে প্রতিনিয়ত বসছে নির্বাচনী আড্ডা। চায়ের চুমুকে বইছে নির্বাচনী আমেজ। নিজ পছন্দের প্রার্থীর পক্ষে কেহ কেহ গাইছেন গান। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এ চিত্র।
নির্বাচনকে ঘিরে প্রশাসনের আনাগোনা বেড়েছে চোখেপড়ার মতো। অদ্যবধি কোথাও ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা। এবারের নির্বাচনে উক্ত আসনে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এদের মধ্যে বিএনপি মনোনিত এস এম জিলানী ধানের শীষ, গণঅধিকার পরিষদের আবুল বসার দাড়িয়া ট্রাক, স্বতন্ত্রের- গোবিন্দ চন্দ্র প্রামানিক ঘোড়া, মোঃ হাবিবুর রহমান ফুটবল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মারুফ শেখ হাতপাখা, বাংলাদেশ খেলাফত মজলিশের আব্দুল আজিজ রিক্সা, গনফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস উদীয়মান সূর্য, এবং এনপিপির শেখ সালাউদ্দিন আম প্রতিক নিয়ে লড়াই করছেন।
জয়ের লক্ষে আশাবাদ ব্যক্ত করেছেন সকলেই। কে পরবেন বিজয়ের মুকুট তা নির্ধারণ করবেন অত্র এলাকার ভোটার বৃন্দ। সন্ত্রাস সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচন কামনা করেছেন সাধারণ জনতা।
Leave a Reply