কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের সতন্ত্র প্রার্থী ও জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, “আমি কোনো দলের ছায়াতলে নয়, কোনো শক্তির আশ্রয়ে নয়—আমি সতন্ত্র প্রার্থী। আমার কোনো অভিভাবক নেই। আপনারাই আমার অভিভাবক। আপনাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশেই আমি রাজনীতি করতে চাই, আপনাদের আশীর্বাদ নিয়েই সামনে এগোতে চাই।”
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনাদের ত্যাগের কারণেই আজ এই দেশের মানুষ প্রধানমন্ত্রী হতে পারে, সচিব হতে পারে, সেনাপ্রধান হতে পারে, বড় বড় ব্যবসায়ী হতে পারে। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই সবকিছুই সম্ভব হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে।
কোটালীপাড়া–টুঙ্গিপাড়াকে পুণ্যভূমি উল্লেখ করে এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, এই মাটিতেই জন্ম নিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলার উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এটি শুধু রাজনৈতিক ইতিহাসের স্থান নয়,এটি মুক্তিযুদ্ধের তীর্থভূমি।
তিনি মুক্তিযুদ্ধে কোটালীপাড়ার অবদানের কথা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধে বেসরকারি দুইটি বাহিনীর ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।এর একটি হলো এই এলাকার হেমায়েত বাহিনী। আপনারা হেমায়েত বাহিনীর বীর মুক্তিযোদ্ধা। আপনাদের বীরত্ব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার এত বছর পরও এই এলাকার গুরুত্বপূর্ণ বধ্যভূমিগুলোর ইতিহাস সংরক্ষিত হয়নি। তারাকান্দর ও জহরের কান্দি বধ্যভূমিতে এখনো কোনো স্মৃতিস্তম্ভ নেই। নির্বাচিত হতে পারলে আমি সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেব এবং কোটালীপাড়ার মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করব।তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা শুধু বক্তৃতা নয়—কাজের মধ্য দিয়েই বাস্তবায়ন করতে হবে। আমি ক্ষমতার রাজনীতি নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বিশ্বাস, সদস্য রাজ্জাক মিয়া, বান্ধাবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শহীদুল ইসলাম হাওলাদার, ইউনুচ আলী, মতিয়ার রহমান, জাহাঙ্গীর হোসেন, আলাউদ্দিন শেখ, হরকান্ত বিশ্বাস, শাজাহান শরিফসহ এলাকার বীর মুক্তিযোদ্ধারা।
সভা শেষে মুক্তিযোদ্ধারা প্রার্থীর বক্তব্যের প্রশংসা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply