কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আবুল বসার দাড়িয়া বাসু বলেছেন আমি যদি নির্বাচিত হই খুব বেশি কাজ করতে পকরবো কিনা জানিনা অনেকে তো অনেক আশ্বাস দিচ্ছেন,অনেক দাপটের সাথে কাজ করবেন,বুঝ মান ও শক্তিশালী,তবে সংখ্যালঘু কথাটা মনে হয় কোটালীপাড়া টুঙ্গিপাড়া,থেকে ওঠিয়ে ফেলবো। আমাদের এলাকা হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এলাকা।তারা নিজেদের সংখ্যালঘু হিসেবে মনে করেন।আমি নির্বাচিত হলে এই এলাকায় সংখ্যালঘু বলে কোন শব্দ থাকবে না। আমাদের সকলের পরিচয় হবে আমরা একে অপরের ভাই।
তিনি আরো বলেন, এখানে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমিই একমাত্র কোটালীপাড়ার সন্তান। আপনাদের সুখে-দু:খে আগেও ছিলাম। ভবিষ্যতেও থাকবো। একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে বলেন, ৫ আগষ্টের পর কোটালীপাড়ায় ব্যাপক মামলা বাণিজ্য হয়েছে। সেই বিষয়টি সকলে মনে রাখবেন।আমরা এর অবসান চাই।
কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে আবুল বসার দাড়িয়া বলেন, আগে এখান থেকে এমপি হলে প্রধানমন্ত্রী হতেন।আমি হয়তো একজন মন্ত্রীও হতে পারবো না। তবে আমি এমপি হলে আপনারা বলতে পারবেন আপনাদের কারো চাচা, কারো ভাই, কারো ভাতিজা এমপি।বুধবার(২৮ জানুয়ারী)সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ভোকেশনাল ইনষ্টিটিউট মাঠে হিরণ ইউনিয়ন নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এলাকার বর্ষিয়ান মুরব্বি শাজাহান দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: আলী তোহা, জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা অপু মুন্সী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাইদুর রহমান, সমাজ সেবক সর্বেশ্বর মন্ডল প্রমুখ।
Leave a Reply