আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গত ৮ই জানুয়ারি সকাল আনুমানিক ১০টার গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাঠি ইউনিয়নে সন্ত্রাসী ভুমি দখলকারীদের হামলায় শিকার হন।
এ হামলায় বাবুল সরদারের বড়ো ছেলে রবিউল সরদার সন্ত্রাসী ভুমি দখলেকারীদের কোপের আঘাতে গুরুতর আহত হন।আহত রবিউলকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানাধীন কাঠি সাকিনস্থ কাঠি মৌজায় বিআরএস খতিয়ান নং-৭৫৪, দাগ নং-৯৬৫, নিজ জমিতে ভুক্তভোগী বাবুল সহ তার তিন সন্তান কাজ করার সময় দেশীয় অস্ত্র রামদা, লোহার রড ও হাতুড়ি নিয়ে সন্ত্রাসী দখলকারীরা তাদের উপর এ হামলা চালায়।
লিখিত অভিযোগের সূত্রে আরো জানা যায়, হামলাকারীরা এলাকার নামকরা লাঠিয়াল, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু প্রকৃতির লোকজন। ভুক্তভোগীদের সঙ্গে হামলাকারীদের। দীর্ঘদিনের জমিজমা বিষয় নিয়ে শত্রুতা চলে আসছিল। হামলাকারীরা দীর্ঘদিন যাবৎ ক্ষমতার প্রভাব খাঁটিয়ে ভুক্তভোগীদের জমি জোরপূর্বক ভোগ-দখল করে ভোগ করছে। বাবুল সরদারের বড়ো ছেলে দখলকারীদের জমি দখলে বাধা প্রদান করার পর থেকে সন্ত্রাসী, ভুমি দস্যুরা ভুক্তভোগীদের সাথে গোন্ডগোল ও হামলার পাঁয়তারা করতে থাকে।
এ ব্যাপারে মৃত-ইনসার উদ্দিন সরদারের ছেলে বাবলু সরদারের (৬৫) বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগের অভিযুক্তরা হলেন- হিংগুল সরদার ছেলে মো. শওকত সরদার (৬০),মনিরুল সরদার (৫৫), শওকত সরদারের ছেলে নাজমুল সদর (২৭), পিং কুটটি সরদারে ছেলে আব্দুল্লাহ সরদার (২৮), বাইজিদ সরদার (২৫), কাঠি দক্ষিণপাড়া, সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের নামে।
এ ব্যাপারে ভুক্তভোগী বাবুল সরদার বলে, আমি ও আমার সন্তানদের উপর যারা হামলা করেছে ওরা এলাকার ভুমিদস্যূ ও সন্ত্রাসী। আমি আমার জমিতে কাজ করার সময়ে আমাদের উপর হামলা করেছে। ওরা প্রায়ই ক্ষমতার জোরে আমাদের সাথে দুর্ব্যবহার করে আসছে। আজ ওরা আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
Leave a Reply