কামরুল হাসান, কোটালীপাড়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সংসদীয় আসন ৩ এর ইসলামী আন্দোলন এর মনোনীত প্রাথী ইঞ্জিনিয়ার মোঃ মারুফ বলেছেন, আমি সর্ব প্রথম নির্বাচিত হলে এই এলাকার মানুষ যাতে মিথ্যা মামলায় পড়ে হয়রানির স্বীকার না হয়।রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার না হয় সে ব্যবস্হা করবো।সাথে সাথে এই এলাকার মানুষের যে চাওয়া পাওয়া আছে সেগুলো পুরণ করার চেষ্টা করবো।বিশেষ করে এই অঞ্চলের অধিকাংশ সনাতনধর্মের মানুষের বসবাস।তারা যাহাতে নিরাপদে বসবাস করতে পারে এবং সকল নাগরিক সুযোগ সুবিধা পায় সে ব্যবস্হা করবো, শিক্ষিত বেকার যুবক,চাকরি পায় সে ব্যবস্হা করা হবে।এই অঞ্চলের কৃষি মৎস্য, যোগাযোগ,শিক্ষা স্বাস্থ্য খাতের ঘাটতি পুরণে কাজ করবো।
রবিবার (৪ জানুয়ারী) দুপুরে কোটালীপাড়ার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, গোপালগঞ্জ ৩ টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসন থেকে গতকাল যাচাই-বাছাইে আমার মনোনয়ন বৈধ হয়েছে।প্রতিক পাওয়ার পর থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করবো।এখন ঘুরে ঘুরে আমার এলাকার ভোট কেন্দ্র পরিদর্শন করছি।
আমি চাই আমার এলাকার এবং দেশের সকল মানুষ এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।নির্বাচন কমিশন সেই পরিবেশ তৈরির চেষ্টা করছে।অংশ গ্রহনমুলক হয় এবং নির্বাচনে যেন ভোটাররা নির্বিগ্নে ভোট কেন্দ্রে আসতে পারে,জালভোট,সেন্টার দখল যাহাতে না থাকে সে ব্যবস্হা করতে হবে।প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। তাহলে আমার এলাকার যুবক ভাইয়েরা সহযোগিতা করবে।
টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার এখানে চলছে মামলা বানিজ্য মিথ্যা মামলা।ইতিপুর্বে যারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ছিল।রাজনীতি করা কোন অপরাধ না।যারা দুর্ণীতি দুঃশাসন চাঁদাবাজী করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে আটক করতে হবে।কিন্তু শুধু যারা রাজনীতি করার কারণে মিথ্যা মামলার স্বীকার হয়ে আছেন তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে।কোন রকম হয়রানি করা যাবেনা তারা যেন এই নির্বাচনে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে তার ব্যবস্হা করতে হবে।এসময় তার সাথে ইসলামী আন্দোলনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply