কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল। এ সময় তার সঙ্গে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন।
সোমবার রাত ৮ঃ০০ টায় বাউফল উপজেলার বগা ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।
প্রতীকী এই দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্রব ত্যাগ করে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন বলে জানান। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
যোগদান অনুষ্ঠানে মো. জালাল তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ন্যায়বিচার, আদর্শ ও ইসলামী মূল্যবোধের অভাব আমাকে ব্যথিত করেছে। আমি আত্মশুদ্ধির প্রতীক হিসেবে দুধ দিয়ে গোসল করে পূর্বের রাজনৈতিক কালিমা মুছে ফেলতে চেয়েছি। জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল, যেখানে নৈতিকতা ও আল্লাহভীতির রাজনীতি চর্চা করা হয়। সেই বিশ্বাস থেকেই আজ আমি দলবলসহ এই কাফেলায় শামিল হয়েছি।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী বাউফল আসনের মনোনীত প্রার্থী ডাঃ শফিকুল ইসলাম মাসুদ তাকে বুকে জড়িয়ে নেন এবং তিনি বলেন ভালোবাসা দিয়ে সব সম্ভব, এমনভাবে ভালোবাসা দিয়ে এবং তাদের ভালোবাসা নিয়ে আমি বাউফলের মানুষের পাশে থাকতে চাই । নেতৃবৃন্দ বলেন, মো. জালাল ও তার অনুসারীদের এই যোগদান বাউফল অঞ্চলে জামায়াতের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে। এটি অত্র এলাকার রাজনৈতিক সমীকরণে একটি বড় পরিবর্তন আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মো. জালাল দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নের মৎস্যজীবী সমাজের নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং স্থানীয় রাজনীতিতে তিনি বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই হঠাৎ দলবদল ও দুধ দিয়ে গোসল করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।
Leave a Reply