বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের হিন্দু সমাজ বিএনপির হাতে নিরাপদ। সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে বিএনপি। তাই জনগণ বিএনপিকে নিজেদের বন্ধু মনে করে। বিএনপি কর্মপরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে। বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা সবকিছুই এ দেশের মানুষকে কেন্দ্র করেই। আসুন সবাই মিলে সারা দেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ করবে, যেটা ছিল শহীদদের প্রত্যাশা এবং এ দেশের মানুষের জন আকাঙ্ক্ষা। নির্বাচনে অনেক দল থাকবে, প্রার্থী থাকবে- এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জনগণ যাদের ভালো মনে করে তাকে ভোট দেবে।
তিনি বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আছি। আমি জেলে থাকার কারণে ২০০৮ সালে নির্বাচন করতে পারিনি। সেবার আমার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদকে আমার চাইতে বেশি ভোটে নির্বাচিত করেছিলেন। এ কারণে আমি এবং আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। এতে করে বুঝতে পারি আপনারা আমাকে ভালোবাসেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল। আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম। কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি। তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই।
তিনি বলেন, গণতন্ত্রকে মুক্ত করতে গিয়ে আমাদের সন্তানদের রক্ত দিতে হয়েছে। অসংখ্য মানুষকে পঙ্গু হতে হয়েছে। জনগণের ভাগ্য উন্নয়ন গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন। আগামী নির্বাচনে আপনারা মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমি আপনাদের পরীক্ষিত মানুষ। এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। এবারের নির্বাচনে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে উপভোগ করবেন।
সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জমিয়তে উলামায়ে ইসলাম কক্সবাজার জেলা আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন আলতাফ, সদস্য সচিব মুফতি আজিজুল হাসান প্রমুখ।
Leave a Reply