কামরুল হাসান, কোটালীপাড়া : আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ীতে নির্বাচনী জনসভা করেছে বিএনপি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে।
এ নির্বাচনী জনসভার আয়োজন করেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।বান্ধাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ ৩ কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী পান্নু,সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক ফায়েকউজ্জামান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব খান।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।এস এম জিলানী সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
Leave a Reply