পরিমল বিশ্বাস : সোনারগাঁ কোয়ালিটি স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া নবীন বরণ প্রাথমিক বৃত্তি প্রধান সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ও ১২৫ জন শিক্ষাথীর হাতে বৃত্তি পুরষ্কার বিতরণ করেন।
২৪ জানুয়ারি বিকেলে সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় সোনারগাঁ কোয়ালিটি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় সোনারগাঁ কোয়ালিটি স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক আকলিমা আক্তার এর সঞ্চালনায় ও সোনারগাঁ কোয়ালিটি স্কুল এন্ড কলেজ এর সভাপতি নাসির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, -সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।বিশেষ অতিথি -সোনারগাঁ একাডেমি সুপারভাইজার কাজল চন্দ্র পাল,বিশিষ্ট ব্যবসায়ী ও সোনারগাঁ কোয়ালিটি স্কুল এন্ড কলেজ এর পরিচালক মোঃ কায়সার ভূইয়া, অএ বিদ্যালয়ের সহ সভাপতি সলিমুল্লা, সদস্য সচিব আবুল বাশার মিয়া, সহ বিভিন্ন স্কুল এন্ড কলেজ এর ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
এ সময় নাসির উদ্দীন বলেন, সোনারগাঁ কোয়ালিটি স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন স্কুলের ১২৫ জন মেধাবী শিক্ষাথীদের মাঝে বৃত্তি পুরষ্কার বিতরণ করা হয় ও আজ নবীন শিক্ষাথীদের স্বাগতম জানাই ও সুন্দর একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেকে সুন্দর নাগরিক হিসেবে গড়ে তুলবা ও দেশের সুনাম বয়ে আনবে এই প্রত্যাশা করি যারা বৃত্তি অজন করেছে তারা পরিবার ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে তাই সকলের জন্য শুভ কামনা রইলো ও সকল শিক্ষাথীরা ভালো রেজাল্ট করবে সেই প্রত্যাশা করি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনের আনন্দ যোগায় মাদক থেকে দুরে রাখে তাই সবকিছুতেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে। এবং সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই যাদের নিরলস পরিশ্রমে এগিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান।
Leave a Reply