কামরুল হাসান, কোটালীপাড়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সুষ্ঠ,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চারটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, ১৯ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার ও গোপালগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জেড এম মাবরুকূর ইসলাম (পিএসসি), কোটালীপাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফ্তা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ (পি,পি,এম) উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাসির উদ্দিন।
পরিদর্শন করা ভোটকেন্দ্রগুলো হলো—দক্ষিণ হিরন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিরণ ইসলামিয়া মাদ্রাসা, বহুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়।সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান প্রতিটি ভোটকেন্দ্রের অবকাঠামোগত সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার পথ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলামের উপস্থিতিতে জেলা প্রশাসক নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক প্রস্তুতি ও দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।পরিদর্শনকালে কর্মকর্তারা ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত জনবল মোতায়েন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন যে, কোটালীপাড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
Leave a Reply