1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিকরা এখন মুক্তভাবে সমালোচনা করতে পারছেন: প্রেস সচিব - Bangladesh Khabor
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোটালীপাড়ায় জেলা প্রশাসকের ভোটকেন্দ্র পরিদর্শন নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি সাংবাদিকরা এখন মুক্তভাবে সমালোচনা করতে পারছেন: প্রেস সচিব দলের কেউ অপরাধ করলে রেহাই নেই: মির্জা ফখরুল মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল আমার কোনো অভিভাবক নেই, আপনারাই আমার অভিভাবক: স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ বঙ্গবন্ধুর প্রতি অসম্মানের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হয়েছি : সিপন ভূঁইয়া গোপালগঞ্জে কোরআন তেলয়াতের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো ১১ তম মৃত্যু বার্ষিকী পালন নব্য ফ্যাসিবাদ রুখতে আমাদের জয়ী হতেই হবে: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার: তারেক রহমান

সাংবাদিকরা এখন মুক্তভাবে সমালোচনা করতে পারছেন: প্রেস সচিব

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা মুক্তভাবে সরকারের সমালোচনা করতে পারছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি, ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় জার্নালিস্ট সাপোর্ট ডেস্ক হ্যান্ডওয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কো বাংলাদেশ কার্যালয়ের প্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

সাংবাদিকদের উদ্দেশে শফিকুল আলম বলেন, কতটা প্রাণখুলে জার্নালিজম (সাংবাদিকতা) করেছেন- এটা চিন্তা করুন। এ সময় আপনারা মুক্তভাবে সমালোচনা করতে পারছেন। অনেক ক্ষেত্রে আমরা সরকারের বেশি সমালোচনা করলেও প্রকৃত দায়ীদের কথা ভুলে যাই। অন্যদের ব্যর্থতার কথাও আমাদের বলা উচিত। জুলাই অভ্যুত্থানে ছয়জন সাংবাদিক মারা গেছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের কারো সঙ্গে সুরক্ষা সামগ্রী ছিল না। কারো কাছে সামান্য হেলমেটও ছিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয় সাংবাদিকদের সংগঠন নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) অনেক বড় বড় কথা বলে, অথচ সাংবাদিকদের তারা একটা ইক্যুইপমেন্ট দেয় না। তিনি বলেন, কয়েকদিন আগে তারা অনেক বড় সম্মেলন করলেন- সাংবাদিকদের কোনো ইক্যুইপমেন্টের কথা বলেছেন কেউ? কতজন সাংবাদিক মারা গেছেন, সেটা নিয়েও একটা স্টেটমেন্ট দিয়েছে কি? আমি দেখিনি।

সাংবাদিকদের প্রেস সচিব বলেন, যারা আপনার প্রতিষ্ঠানের মালিক, যারা অ্যাসাইনমেন্ট কাভার করতে পাঠাচ্ছেন, তাদের অনেক দায়িত্ব আছে। সে দায়িত্ব তারা কতটুকু পালন করছেন, সে বিষয়ে আপনারা সোচ্চার হবেন। তিনি বলেন, আমরা সাংবাদিকদের মধ্যে সর্বজনীন ঐক্যের কথা বলি। তবে সেটা শুধু সুবিধাবাদীদের জন্য হোক সেটা কাম্য নয়। সবার মধ্যে সেটা দরকার। একটি গ্রুপ নিজেরা ঐক্য তৈরি করবে কিন্তু অন্য গ্রুপের এডিটরকে টেনেহিঁচড়ে আনবেন কিন্তু তখন কিছু বলব না, সেটা হবে না। তিনি আরও বলেন, আমাদের দেশে সাংবাদিকতার কোনো গাইডবুক নেই। কোনো সেনসেটিভ বিষয়ে যে ঝুঁকি, সেটা মোকাবিলা কীভাবে হবে সেটা বলা হয় না।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, এ ডেস্ক থেকে সাংবাদিকদের আইনকানুন বিষয়ে সহায়তা দেওয়া হবে। মামলা হলে সাংবাদিকদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION