1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউল সঙ্গীত হিন্দু-মুসলমানের ঐক্য গড়ার কারিগর: স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক - Bangladesh Khabor
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, ঢাকার প্রবেশপথে বসবে চেকপোস্ট নির্বাচনি কর্মকর্তাদের প্রশংসা করে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমি যদি নির্বাচিত হই তাহলে সংখ্যালঘু কথাটা এই আসন থেকে উঠিয়ে ফেলবো কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা প্রদান রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড  কুষ্টিয়ায় প্রশাসনের বাধায় ভেস্তে গেল বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা জয়পুরহাটে এনসিপির কমিটিকে অবাঞ্চিত ঘোষণা এবং কমিটি স্থগিতের দাবি  শ্রমিক নেতা বাসু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন  কোটালীপাড়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা বাউল সঙ্গীত হিন্দু-মুসলমানের ঐক্য গড়ার কারিগর: স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক

বাউল সঙ্গীত হিন্দু-মুসলমানের ঐক্য গড়ার কারিগর: স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২২ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, বাউল সঙ্গীত হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য গড়ার অন্যতম কারিগর। বাউল সঙ্গীত হলো মানুষের আত্মার গান, প্রাণের গান—যেখানে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। অতীতের দিনে সমাজে কোনো বিভাজন ছিল না। তখন বাউলরা অবাধে সারা দেশে ঘুরে বেড়াতে পারতেন। যতদিন বাংলার পথে-প্রান্তরে বাউলদের বিচরণ ছিল, ততদিন হিন্দু-মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জাঠিয়া বোচাই সাধুর আশ্রমে মহোৎসব উপলক্ষে আয়োজিত বাউল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশের বাউল সঙ্গীতের বর্তমান অবস্থা তুলে ধরে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, সারা বাংলাদেশে বাউল সঙ্গীত এখন কঠিন সময় পার করছে। বিভিন্ন জায়গায় বাউল গান বন্ধ করে দেওয়া হচ্ছে, বাউল শিল্পীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটছে। একজন প্রখ্যাত বাউল শিল্পী এখনো কারাগারে বন্দি রয়েছেন। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

তিনি বলেন, আমরা সারাদেশে বাউল শিল্পীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করতে চাই।বাউলদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং সংসদে আইন প্রণয়ন করে ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীদের প্রতিরোধ করা হবে,যাতে তারা আইনের ফাঁক গলে পার না পায়।

জাঠিয়া বোচাই সাধুর আশ্রমের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এই আশ্রমে আসার রাস্তাটি পাকা করা,যাতে ভক্তরা সহজেই এখানে আসতে পারেন। ঐতিহ্যবাহী এই আশ্রমটির সার্বিক উন্নয়ন করা হবে এবং সারা বাংলার বাউল শিল্পীরা যাতে এখানে এসে বড় পরিসরে উৎসব করতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে।তিনি আরও বলেন,
এটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলার উন্নয়নের রূপকার শেখ হাসিনার পুণ্যভূমি।এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।পদ্মা সেতু নির্মাণের ফলে এখন ঢাকা থেকে কোটালীপাড়ায় মাত্র দুই ঘণ্টায় আসা সম্ভব হচ্ছে। ঢাকার ভেতরে এক স্থান থেকে আরেক স্থানে যেতে যে সময় লাগে,তার চেয়েও কম সময়ে এখন কোটালীপাড়ায় পৌঁছানো যায়। এসব উন্নয়ন সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে।গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, আমরা এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবং জাতির জনকের এই পুণ্যভূমিকে হিন্দু বা মুসলমান সংস্কৃতির সীমাবদ্ধতায় নয়,বরং বাঙালি সংস্কৃতির প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।উৎসব অনুষ্ঠানে আশ্রম কর্তৃপক্ষ, বাউল শিল্পী এবং সহস্রাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION