কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিদিন ঝুকিপূর্ণ সড়ক দিয়ে পায়ে হেঁটে বিদ্যালয় যেতে হয় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শত কোমলমোতি শিক্ষার্থীদের।
জানা গেছে, ২২ নং শৈলদহ মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শৈলদহ মুশুরিয়া উচ্চ বিদ্যালয় দুটি উপজেলার রামশীল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল শৈলদহ মুশুরিয়া গ্রামে অবস্থিত হওয়ায় বর্ষায় নাও আর শুকণায় পাওই তাদের বিদ্যালয়ে আসা যাওয়ার একমাত্র ভরসা।
বিগত আওয়ামীলীগ সরকারের আমলে উপজেলার বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন হলেও অবহেলিত রয়ে গেছে রামশীল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পুর্ব মুশুরিয়া।নদীর পুর্বপাড় দিয়ে পার্শবর্তী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট হইতে কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ী পর্যন্ত বেড়িবাঁধ সড়কের পুর্ব মুশুরিযা বাজার থেকে শৈলদহ মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শৈলদহ মুশুরিয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত অন্তত ১কিঃমিঃ ইটের রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে চুরে খানাখন্দকের সৃষ্টি হয়ে ব্যবহারের সম্পুর্ণ অনপোযোগী হয়ে পড়েছে।দীর্ঘদিন ধরে মেরামত না করার কারণে সড়কটির ইট ওঠে গিয়ে বর বর গর্তের সৃষ্টি হয়েছে।বৃষ্টি হলে গর্তে পানি জমে কাঁদা মাটিতে পিছল হয়ে যায়।যার ফলে পায়ে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন বিদ্যালয় দুটির কোমলমোতি শিক্ষার্থীরা।এছাড়াও এই ভাঙা চোরা রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে শৈলদহ মুশুরিয়া,পীড়ারবাড়ী ও চলবল গ্রামের হাজার হাজার মানুষের।রাস্তাটি ভেঙ্গেচুরে এমন অবস্থা হয়েছে যে কোন ধরনের যান বাহন চলাচল করতে পারছেনা।ফলে এলাকাবাসীর নিত্য প্রয়োজনীয় মালামাল ও কৃষি পন্য পরিবহনে ভোগান্তির স্বীকার হচ্ছেন।
এদিকে ২২ নং শৈলদহ মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে একটি ভোট কেন্দ্র রয়েছে।রাস্তাটি অত্যান্ত খারাপ হওয়ায় স্হানীয় ভোটারদের ভাবিয়ে তুলছে।রাস্তাটি এই মুহুর্তে মেরামত করা না হলে ভোটারদের অনাগ্রহ দেখা দিতে পারে ভোট কেন্দ্রে যেতে।তা ছাড়াও এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে চলাচলা করতে গিয়ে যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।মুশুরিয়া গ্রামের মদন বৈদ্য বলেন আমরা বিল অঞ্চলের খেটে খাওয়া মানুষ বর্ষায় নৌকা আর শুকনায় পা ই আমাদের চলাচলের একমাত্র বাহন,পাকা রাস্তা আমাদের ভাগ্যে নাই,তাই আমরা এতো অবহেলিত আমাদের খবর কেউ রাখেনা,শুধু জাতীয় এবং স্হানীয় নির্বাচন গুলোতে কিছু কিছু দলের মৌসুমি নেতাদের পা পড়ে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এরপর ভোট চোলে গেলে আর তাদের দেখা মিলেনা যার কারণে এই বিল অঞ্চলের হতভাগ্য মানুষ গুলোর জীবনচিত্র কখনো বদলায় না।শৈলদহ মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুদাস মিস্ত্রি বলেন-শৈলদহ মুশুরিয়া দুটি বিদ্যালয় অন্তত ৩০০ জন ছাত্র-ছাত্রী এবং ১৫ জন শিক্ষক রয়েছে প্রতিদিন এদের প্রত্যেকেরই বর্ষা মৌসুমে নৌকা আর শুকনা মৌসুমে এই এক কিলোমিটার ভাঙা চোরা রাস্তা দিয়ে পায়ে হেঁটে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়।তিনি আরো বলেন স্বাধীনতার ৫৫ বছরেও তেমন কোন পরিবর্তন হয়নি এই প্রত্যন্ত অঞ্চলের।নৌকাই আমাদের জিবন চলাচলের একমাত্র বাহন ছিল।এখন শুধু এতোটুকুই পরিবর্তন হয়েছে যে আগে বছরের বার মাস লাগতো নৌকা।আর এখন বছরের ছয়মাস লাগে নাও আর বাকি ছয়মাস পাও।
কারণ আমাদের ভোটের সময় ছাড়া আর কখনো কাজে লাগেনা।যার কারণে এই বিল অঞ্চলের মানুষের কথা কেউ মনে রাখেনা।উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম বলেন ২২ নং শৈলদহ মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র রয়েছে সে কারণে রাস্তাটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হবে।
Leave a Reply