স্টাফ রিপোর্টার : রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে টপ অব দ্য ক্যান্ট্রিতে পরিণত হয়েছে গোপালগঞ্জ জেলা। এ জেলাটি আওয়ামী লীগের দূর্গ হিসেবেই পরিচিত। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও গোপালগঞ্জ যে আওয়ামী লীগের দূর্গ তা ২৪‘র জুলাই গণ-অভ্যুত্থানের পরেও বরংবার জানান দিয়েছে।
আওয়ামী লীগের এই দূর্গে বিএনপি, বাংলাদেশ জামায়েতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলেরও শক্ত অবস্থান রয়েছে তা চোখে পড়েছে ২৪‘র জুলাই গণ-অভ্যুত্থানের পরে।
বিশেষ করে গোপালগঞ্জ সংসদীয় ২ আসনে বার বার নির্বাচিত হয়েছিলো আওয়ামী লীগের মনোনীত শেখ ফজুলল করিম সেলিম। তবে ৫ ই আগষ্ঠের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের এই ভোট ব্যাংক দখলে নিতে সব দলেরই কার্যক্রম দেখা গিয়েছে।
জনসাধারণের ভাষ্যমতে, রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরাই আ.লীগের দূর্গ দখলে নিবে। তার মধ্যে অন্যতম ছিলো বিএনপি থেকে মনোনীত ডা. কে এম বাবর, বাংলাদেশ জামায়েতে ইসলামীর মনোনীত এ্যাডভোকেট আজমল হোসেন সরদার, ইসলামী আন্দোলনের তসলিম হুসাইন উল্লেখ্য।
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই বদলাতে শুরু করেছে সমীকরণ। রাজনৈতিক মনোনীত প্রার্থীদের পাশাপাশি মাঠ সরব হয়েছে স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা। এতেই চিন্তার ভাঁজ বিভিন্ন দলীয় প্রার্থীদের।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্যতম গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। ব্যক্তি ইমেজেও অন্য রাজনৈতিক প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন তিনি। গোপালগঞ্জ জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন তাঁর ভাই রুবেল ভূঁইয়া।
তিনি জানান, গোপালগঞ্জ সংসদীয় ২ আসনের সাধারণ জনগনের জোর দাবির মুখে পরে গোপালগঞ্জ সদর উপজেলার জনপ্রিয় সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল নির্বাচনে অংশগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। জনগনের ম্যান্ডেট নিয়েই আমরা জয় লাভ করবো। সুষ্ট নিবার্চন হলে বিপুল ভোটে জনতার প্রার্থী লুটুল ভূঁইয়া এই আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করবে।
সদর উপজেলার চরশুকতাইল গ্রামের মফিজুর মোল্লা বলেন, লুটুল ভাই সদর উপজেলা নির্বাচনে অংশগ্রহন করে অল্প সময়ের মাঝে যে জনপ্রিয় লাভ করেছিলো তাতে সংসদ নির্বাচনে তার বিজয় রুখে দেওয়ার মতো কোনো প্রার্থী নেই।
দলমত নির্বিশেষে উন্নয়ন ও গোপালগঞ্জের স্বার্থে আগামী সংসদ নির্বাচনে কামরুজ্জামান ভূঁইয়া লুটুলই একমাত্র যোগ্য প্রার্থী বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে গোপালগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯জন। তারা হলেন, বিএনপি মনোনীত ডা. কে এম বাবর, জামায়াতে ইসলাম মনোনীত এ্যাডভোকেট আজমল হোসেন সরদার, ইসলামী আন্দোলনের তসলিম হুসাইন সিকদার, গণফোরমের শাহ মফিজ,স্বতন্ত্র হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, শিপন ভূঁইয়া ও উৎপল বিশ্বাস।
Leave a Reply