স্টাফ রিপোটার,
১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিকামী গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে মুক্তিকামী বীরবাঙালি ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ ৯ মাস ধরে যুদ্ধ করে অর্জন করে লাল-সবুজের পতাকা, একটি স্বাধীন মানচিত্র। একটি স্বাধীন দেশ। সেই থেকে প্রতিবছর এই দিবসটিকে তাৎপর্যপূর্ণভাবে পালন করে আসছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ। ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে গোপালগঞ্জ বিচার বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে। বিজ্ঞ যুগ্ম জেলা জজ (১ম আদালত) নাঈম ফিরোজের সঞ্চালনায়, অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ-এর তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দিন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোঃ ইউসুফ হোসেন, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) এইচ. এম. কবির হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির, মোঃ হাসিবুল হাসান, অমিত কুমার বিশ্বাস, সহকারী জজ ফারহানা ইয়াসমিন, নাজমুল কবির, মহিদুল ইসলাম,
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, নাজির জাকির হোসেন উকিল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জামিল আহমেদ, নাজির মোঃ মনিরুল ইসলাম আলোচনা সভায় সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুহিবুর রহমান মাত্র ১ হাজার ৩’শত ৮টি শব্দে সমস্ত মানুষকে একত্রিত করেছিলেন। ১৯ মিনিটের ভাষণে কি ছিলো না। সব কিছুই এ ভাষণ উঠে এসেছে। কোথায়, কখন, কি হবে সব নির্দেশনা ছিলো এ ভাষণে। বঙ্গবন্ধুর ভাষনটি আজ বিশ্ব প্রামাণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে।
Leave a Reply