মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে বৃহস্পতিবার বেলা ২টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কাটলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব গ্রহন করেছেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও দিনাজপুর জেলা বিশেষ জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মিঞা শিরন আলম।
কাটলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, কাটলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কাটলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ সহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply