তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাদের স্মরণ করবে জাতি।”
গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান উপদেষ্টা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আব্দুস সবুর।
অনুষ্ঠান শেষে নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে ২৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।
Leave a Reply