কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, স্মার্ট সাদা ছড়ি, হিয়ারিং এইড, এ্যালবো ক্রাচ, এক্সিলারি ক্রাচ, কমোড চেয়ার, কর্ণার চেয়ার ও ওয়াকার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করেন।
গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অসহায় প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ৯ জনকে হুইল চেয়ার, ২ জনকে ট্রাইসাইকেল ও ১জনকে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আনিসুজ্জামান সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply