ডেস্ক রিপোর্ট : বিচার-সংস্কারের মধ্য দিয়ে আমাদের মূল লক্ষ্য নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি। নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে। অবশ্যই নির্বাচন হওয়া উচিত। তবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য।
এ সময় এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন৷
Leave a Reply