কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাজাপুর রাস্তার বেহালদশা।দীর্ঘদিন ধরে রামশীল ইউনিয়নের রাজাপুর রায় বাজার হইতে পস্চিম দিকে নিলকান্ত সমদ্দারের বাড়ি পর্যন্ত ৭৫০মিটার এবং শীব মন্দির হইতে রাজাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পর্যন্ত ৭৫০ মিটার এই দের কিলোমিটার ইটের রাস্তাটি ভেঙে চুরে বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়ে বেহালদশা হয়ে দাড়িয়েছে।
এটা এখন গ্রামিন সড়ক নয় যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে।বিগত পাঁচ বছর আগে আওয়ামীলীগ সরকারের সময় রাস্তাটি ইট দিয়ে এইচবিবি করার পর আর কার্পেটিং করা হয়নি যার কারণে রাস্তার ইট ওঠে মাঝে মাঝে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে থাকে ফলে দুই পাশের ইট মাটি ভেঙে সরে গিয়ে রাস্তা সরু হয়ে গেছে।
বর্তমানে রাস্তাটির এমন করুণ দশা হয়েছে যে পন্যবাহী কোন যানবাহন চলাচল করতে না পারায় গ্রামবাসী তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও কৃষি পন্য পরিবহন করতে পারছেনা।এই রাস্তাটির উপড় দিয়ে প্রতিদিন এলাকার শত শত মানুষের পয়সারহাট বাজার ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পায়ে হেঁটে যেতে হয়।এছাড়াও ত্রীমুখি বাজার ও রামশীল কলেজের শিক্ষার্থীদের যেতে হয় পায়ে হেটে।
রাজাপুর গ্রামের মুদি ব্যবসায়ী রমেশ গাইন বলেন রাস্তাটি ভাঙা চোরার কারণে কোন গাড়ী আসতে চায়না এজন্য সময় মত দোকানের মালামাল আনতে পারছিনা।
অটোচালক অমল জয়ধর মনতোষ সমদ্দার বলেন, রাস্তাটি ভাঙা চোরার কারণে যাত্রী উঠতে চায়না ঝাকি লেগে মাজা-কোমর ব্যথা হয়ে যায় এবং গাড়ির চাকায় প্রচন্ড ক্ষতি হয়।
সমাজসেবক অতুল অধিকারী বলেন, এই রাস্তাটি ভেঙেচুরে ইট-মাটি দুইপাশ থেকে সরে গিয়ে ব্যবহারের সম্পুর্ন অনুপোযোগী হয়ে পড়েছে।কলেজ শিক্ষার্থী লোপা গাইন বলেন আমাদের এই রাস্তাটি দীর্ঘ দিন ধরে ভেঙে চুরে বেহাল অবস্থা হয়ে পড়ে আছে যার কারণে কোন ভ্যন রিকসা চলতে পারেনা,পায়ে হেঁটে আমাদের স্কুল কলেজে যেতে হয়।এছাড়াও কোন অসুস্থ রোগীকে গাড়ীতে করে হাসপাতালে নেওয়া যায়না কারণ এই ভাঙা চোরা রাস্তা দিয়ে নিতে গেলে ঝাঁকিতে ঝাঁকিতে আরো বেশি অসুস্থ হয়ে যায় ।আমরা সরকারের কাছে রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়ার দাবি জানাই।উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম জানান রাস্তাটি যদি ডিপিবি তালিকায় থাকে তাহলে দ্রুত হওয়ার সম্ভাবনা আছে আর যদি না থাকে তাহলে একটু সময় লাগবে।তবে সব রাস্তাই পর্যায়ক্রমে পাকা হবে।
Leave a Reply