ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে ঢাকার শাহবাগে সমবেত হয়েছেন তার সমর্থকরা।
বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদি মারা গেছেন বলে জানা যায়। এরপরই শাহবাগে জড়ো হতে থাকেন হাদির সমর্থকরা।
একটি বিক্ষোভ মিছিল বের করেছেন সমর্থকরা। শাহবাগ থেকে বাংলামোটরের দিকে মিছিল নিয়ে যাচ্ছেন তারা। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। হাদির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি তুলছেন তারা।
গত শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই বাংলাদেশে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।
জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি।
গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়।
তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।
সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।
Leave a Reply