শিল্পী বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নং বোড়াশী ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে. এম. বাবর।
তিনি তার বক্তব্যে বলেন, “২১ নং বোড়াশী ইউনিয়ন গোপালগঞ্জ সদরের সবচেয়ে নিকটবর্তী এবং একটি অত্যন্ত শক্তিশালী ইউনিট। এই ইউনিয়নে বিএনপি ও যুবদলের অবস্থান সুদৃঢ় হলে গোপালগঞ্জে আমাদের দলের হাত আরও শক্তিশালী হবে।”
আগামী নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ডা. কে এম বাবর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের টার্গেট একটাই—আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয়। এর কোনো বিকল্প নেই। এজন্য আপনাদের ডোর-টু-ডোর (দ্বারে দ্বারে) যেতে হবে। মানুষের মন জয় করে, ভালো ব্যবহার দিয়ে তাদের ভোটকেন্দ্রে আনতে হবে। কারো সাথে উচ্চবাচ্য বা খারাপ আচরণ করা যাবে না।”
নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, “নির্বাচনে জয়ী হতে পারলে যারা বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত আছেন, তাদের আইনি সহায়তা ও হয়রানি থেকে মুক্তির ব্যবস্থা করা হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব।” বক্তব্যে তিনি দৃশ্যমান প্রতিপক্ষ হিসেবে জামায়াতের কথা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং আগামী দুই মাস দিনরাত পরিশ্রম করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্মিত এই কার্যালয় ২১ নং বোড়াশী ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সহ-সভাপতি হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ ও কায়েস ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব কামাল ভান্ডারী এবং ২১ নং বোড়াশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
Leave a Reply