কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরিক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীর মায়ের উপরে হামলা হয়েছে।এসময় তার সাথে থাকা ১১ নং পলোটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তনুশ্রী বাড়ৈ আতঙ্কিত হয়ে পড়েছে।ফলে পরীক্ষা দিতে হিমসিম খাচ্ছে এবং ভয়ে কাদঁছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার পলোটানা গ্রামে।
ওই শিশু পরীক্ষার্থীর মা পপি হালদার বলেন আজ বৃহস্পতিবার আমার মেয়ে ১১ নং পলোটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রণির ছাত্রী তনুশ্রী বাড়ৈর বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা আছে এজন্য বাবার বাড়ি লখন্ডা গ্রাম থেকে আমার মেয়ে তনুশ্রী বাড়ৈ (৯)কে নিয়ে পরীক্ষা দেওয়ার উদ্যেশে রওনা দিয়ে ভ্যানগাড়ী যোগে বেলা সাড়ে ১২ টার দিকে বিদ্যালয়ের কাছাকাছি পলোটানা গ্রামে পৌছালে আমার স্বামী দিপক বাড়ৈর প্রথম স্ত্রী মালা বাড়ৈ ও সবিতা বাড়ৈ সহ কয়েকজনে মিলে আমার ভ্যানগাড়ীর গতিরোধ করে আমার পরীক্ষার্থী মেয়ে এবং আমার উপরে হামলা চালিয়ে আমার হাতের শাঁখা সিঁদুর ভেঙে ফেলে আমাকে বেধেঁ রাখার চেষ্টা করে এবং আমাদের মা মেয়েকে আহত করে।এসময় আমার মেয়ে প্রচন্ড ভয় পেয়ে কান্নাকাটি করতে থাকে এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ঠিক মত পরীক্ষা দিতে পাড়ছেনা।তিনি বলেন আমার স্বামী দিপক বাড়ৈকে ঘটনাটি জানানো হয়েছে তিনি আসলে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।১১ নং পলোটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তনুশ্রী বাড়ৈ কান্নাজরিত কন্ঠে বলেন পরীক্ষা দিতে আসার সময় পথে আমাকে এবং আমার মাকে পারপিট করছে আমি ভয় পেয়েছি।
স্হানীয় রমনী বাড়ৈ ও বিমল দাস বলেন আমরা খবর পেয়ে এসে ঘটনাটি শুনেছি অত্যান্ত অন্যায় করা হয়েছে পপি এবং তার মেয়ের উপরে।আহত পপি হালদারের স্বামী দিপক বাড়ৈ বলেন আমি ঘটনাটি আমার ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছি যে আমার প্রথম স্ত্রী এবং আমার বাড়ির লোকজন আমার দ্বিতীয় স্ত্রী পপি হালদার এবং মেয়ে তনুশ্রী বাড়ৈর উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। এতে তনুশ্রী পরীক্ষা দিতে গিয়ে ভয়ে কাঁপছে।আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো।
এব্যপারে দিপক বাড়ৈর প্রথম স্ত্রী হামলাকারী মালা বাড়ৈর বক্তব্য পাওয়া যায়নি।১১ নং পলোটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ বাড়ৈ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তনুশ্রী বাড়ৈ আমাদের স্কুলের তৃতীয় শ্রণির ছাত্রী তার আজ বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা আছে।কিন্তু তারা স্কুলে আসার পথে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়।আমি ঘটনাটি শুনে সাথে সাথে আমার স্কুলের ছাত্রী পরীক্ষার্থী তনুশ্রী বাড়ৈকে স্বাভাবিক করে লাইব্রেরী রুমে পরীক্ষা দিতে বসিয়ে দিই কিন্তু সে খুব ভীত এবং আতঙ্কগ্রস্থ বলে মনে হয়েছে।ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের আইসি এমদাদুল হক বলেন এ ধরনের কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply