কুষ্টিয়া প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি মৃত্যুর খবরে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করছে ছাত্র-জনতা। পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)রাত ১১টার পর কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মজমপুরে জড়ো হয়। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
এসময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীদের সড়ক অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে,এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply