1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব আদায়ে ধস - Bangladesh Khabor
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব আদায়ে ধস

  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগের বছর রাজস্ব আদায়ে রেকর্ড গড়লেও এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বড় ধরনের ধস নেমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে সংস্থাটির রাজস্ব আয় কমেছে ১৩২ কোটি ৩১ লাখ টাকা। একই সময়ে আগের অর্থবছরের তুলনায় এ হার প্রায় ৯ শতাংশ কম।

রাজনৈতিক অস্থিরতা, মেয়র পদে দীর্ঘমেয়াদি শূন্যতা, আন্দোলন, প্রশাসনিক অচলাবস্থা, রাজস্ব আদায় বিভাগের কর্মকর্তাদের অদক্ষতা ও কর আদায়ের ক্ষেত্রে অসাধু কিছু কর্মকর্তার অর্থ আত্মসাৎ এই রাজস্ব সংকটের কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিগগির রাজস্ব আদায়ে তৎপরতা না বাড়ালে দক্ষিণ সিটি করপোরেশন আর্থিকভাবে কার্যত দুর্বল হয়ে পড়বে বলে জানান তারা।

ডিএসসিসি সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে আদায় হয়েছিল ৮৪০ কোটি ৫১ লাখ টাকা, যা ছিল আদায়যোগ্য টাকার ৬১ দশমিক ২৫ শতাংশ। অথচ চলতি অর্থবছরের একই সময়ে আদায় হয়েছে মাত্র ৭০৮ কোটি ২০ লাখ টাকা। আদায়ের হার নেমে এসেছে ৫২ দশমিক ৯১ শতাংশে। গৃহকর, ট্রেড লাইসেন্স ও মার্কেট ভাড়াসহ প্রায় সব খাতে দেখা গেছে প্রবল ভাটা। গত বছর ৩৪৪ কোটি টাকা গৃহকর আদায় করা হলেও এ বছর আদায় হয়েছে ৩০৮ কোটি টাকা। এ ছাড়া বাজার সালামি ১৮ কোটি, বাজার ভাড়া সাড়ে ৩ কোটি, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ৩৮ কোটি, ইজারায় ৫ কোটি টাকা, সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে আড়াই কোটি টাকাসহ বিভিন্ন খাতে আয় কমেছে।

ডিএসসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজস্ব আদায়ে টান পড়তে শুরু করে। রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসকের ঘন ঘন পরিবর্তনের ফলে রাজস্ব কার্যক্রমে দেখা দেয় বিশৃঙ্খলা। পরিস্থিতি আরও জটিল হয় বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে নগর ভবন ঘেরাও কর্মসূচির কারণে। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে টানা ৪০ দিন নগর ভবন বন্ধ রাখেন তার সমর্থকরা। এ সময় ডিএসসিসির কার্যক্রমে ভাটা পড়ে। পুরোপুরি অচল হয়ে পড়ে নগর ভবন। আন্দোলনে যোগ দেন সিটি করপোরেশনের বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারাও।

ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, ‘মে-জুন হচ্ছে ক্লোজিং মান্থ। এ সময়েই সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের সবচেয়ে বড় অংশ উঠে আসে; কিন্তু বিএনপি নেতা ইশরাক হোসেনের আন্দোলন আর প্রশাসনিক স্থবিরতায় এবার সেই সুযোগটা হারিয়ে গেছে। এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ছিল দীর্ঘ ছুটি। তবে আমাদের চেষ্টায় ঘাটতি ছিল না।’

কর আদায়কর্মীরা জানান, আবাসিক ভবনের মালিকরা নানা অজুহাতে কর ফাঁকি দিচ্ছেন। ওয়ার্ড কাউন্সিলর না থাকায় সরাসরি তাগিদ দেওয়ার সুযোগও নেই। মাইকিং, লিফলেট বিতরণ, ব্যক্তিগত নোটিশ পাঠানো এবং ছুটির দিনেও অফিস খোলা রাখার মতো উদ্যোগেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি।

 

 

ডিএসসিসি জানায়, বর্তমানে সিটি করপোরেশনের অধীনে রয়েছে ৫২টি রাজস্ব আদায়ের খাত। তবে নিয়মিত আয় হচ্ছে মাত্র ৩৯টি খাত থেকে। সিটি পার্কিং ফি, বহুতল ভবনের সেবামূল্যসহ ১৩টি খাত এখনো আদায়ের আওতায় আসেনি মূলত প্রবিধান ও বাস্তবায়ন নীতিমালার অভাবে।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘নানামুখী পদক্ষেপ নেওয়া স্বত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছরে গত বছরের তুলনায় রাজস্ব আদায়ে কিছুটা ঘাটতি রয়েছে। আমরা সমুদয় রাজস্ব আদায়ে সর্বাত্মক চেষ্টা করেছি, মহল্লায় মহল্লায় মাইকিং, বাড়িতে বাড়িতে নোটিশ, সামাজিক মাধ্যমে প্রচারণা, বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তবে আগামী অর্থবছরে শতভাগ রাজস্ব আদায়ের প্রচেষ্টা জোরদার করা হবে।’

পুরান ঢাকা নাগরিক ফোরামের আহ্বায়ক ইকবাল কবির বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় সিটি করপোরেশনের রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস পালিয়ে গেছেন। ওয়ার্ডগুলোতেও নেই স্থানীয় জনপ্রতিনিধি। এ অবস্থায় নগরবাসী কর দিতে উৎসাহ পাচ্ছেন না। আগে ওয়ার্ড কাউন্সিলররা কর দিতে তাগিদ দিতেন। এখন সেই কাঠামো ভেঙে পড়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION