কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : “কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পরিষদের আয়োজনে কর্মচারীদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” -এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এ, টি, এম সাদিকুর রহমান, প্রধান সহকারী কাজী জাকির হোসেন, উচ্চমান সহকারী -১ পূর্ণিমা রানী বিশ্বাস, উচ্চমান সহকারী রণজিৎ সাহা, সহকারী হিসাব রক্ষক কৃষ্ণপদ বিশ্বাস, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ বেল্লাল কাজী, ফারুক হোসেন, সার্ভেয়ার মোঃ হারুন অর রশীদ সহ জেলা পরিষদের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply