গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অ্যাডভোকেট রাকিব চৌধুরী (রাসেল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তাকে সম্মাননা এবং চ্যানেল এস ও জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকা এর প্রতিনিধি কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৫ জুলাই) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় চ্যানেল এস টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি মিজানুর রহমান এবং দৈনিক বর্তমান কথার স্টাফ রিপোর্টার এস এম দুর্জয়ের উদ্যোগে তাদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আইনজীবীকে সংবর্ধনা ও সাংবাদিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে মিজানুর রহমানের সভাপতিত্বে এবং দৈনিক বর্তমান কথা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম দুর্জয় ও দৈনিক বর্তমান কথার গাজীপুর প্রতিনিধি আবু জাফরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাকিব চৌধুরী(রাসেল), দলিল লেখক আকরাম হোসেন,সাংবাদিক নজরুল ইসলাম,হুমায়ুন কবির,জাহাঙ্গীর আলম,মাওনা হাইওয়ে থানার রেকার ইনচার্জ শামীম,সাঈদ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আলোচনা শেষে প্রধান অতিথি কে এবং এ্যাড.রাকিব চৌধুরী রাসেল কে সম্মান স্মারক ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।
Leave a Reply