স্টাফ রিপোটার,
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাখির পাড় গ্রামের সৈলেন মিত্র এর ছেলে দুই সন্তানের জনক দিন মজুর জনপাকো মিত্র (৫৫) ২০ সেপ্টেম্বর বেলা ১১ টায় অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে নিহত হয় । জানা যায় , জামিলা গ্রামের উকিল মীর এর ছেলে লায়েক মীর লীজ পাড়ের ঘর থেকে প্রায় ১২/১৩ শ মিটার দূরে মুরগীর খামারে নিহতের মৎস্য খামারের কলা গাছের মধ্য দিয়ে অবৈধ বিদ্যুৎতের লাইন নেয় । নিজ মৎস্য খামারের কাজ করতে গিয়ে উক্ত বিদ্যুৎতের তারে জড়িয়ে ঘটনা স্থলে নিহত হয় জনপাকো মিত্র।
এলাকার অনেকেই এ প্রতিবেদক কে জানায়- পূর্বেও কয়েকজন এই বিদ্যুতের তারে শর্ট করে। এ নিয়ে লায়েক মীর এর সাথে ঝগড়াঝাটি হয়।এলাকার লোক জন ঐ চিকন তার সড়িয়ে নিতে বললেও তিনি কর্ণপাত করেননি।নিহতের ব্যাপারে কোটালীপাড়া থানার এস আই মোঃ আব্দুল্লাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন লাশ থানায় আনায় আনা হয়েছে – আগামী কাল ২১ সেপ্টেম্বর লাশের ময়না তদন্ততের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হবে ।
Leave a Reply