গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণি বাওড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রভাবশালীরা গত ৩ মাস ধরে বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি সহ ঘরবাড়ি ও দোকানপাট। স্থানীয়দের অভিযোগ টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাসের ভাই ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহামুদ বিশ্বাস প্রভাব খাটিয়ে এলাকার মানুষকে প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে বর্ণি বাওড়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে ৩ মাস ধরে বালু উত্তোলন করছে। এছাড়া বাওড় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহকারী জেলেদের জালও নষ্ট করে দিয়েছে ড্রেজারের লোকজন। টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বর্ণি বাওড় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এই বাওড় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বর্ণি ও কুশলী ইউনিয়নের অনেক মানুষ। তাদের একমাত্র আয়ের উৎস মাছ ধরে বিক্রি করা।
স্থানীয় আমিনুর শেখ বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে বালু কেটে নিয়ে যাচ্ছে। এলাকাবাসীরা বাঁধা দিলে তাদেরকে প্রশাসনের ভয় দেখিয়ে ড্রেজারের লোকজন বলে আমরা সরকারি অনুমতি নিয়ে বালি কাটতে আসছি। আমাদের কোন কথাই না শুনে তারা বলে এই বালি আমরা সরকারি কাজে খাটাচ্ছি। এইভাবে বালি কাটতে থাকলে এলাকার ঘরবাড়ি দোকানপাট সব বিলীন হয়ে যাবে। আমাদের দাবি অবৈধভাবে বালিকাটা বন্ধ হোক। দক্ষিণ কুশলী গ্রামের মোঃ ইমরুল ইসলাম, সাঈদ গাজী বলেন, এই গ্রামের অধিকাংশ মানুষই গরিব। বর্ণি বাওড় থেকে মাছ ধরে তাদের সংসার চলে। আর এই বাওড় থেকে প্রভাবশালীরা সব সময় অবৈধভাবে বালু তুলে নিচ্ছে। আগে বালু উঠাতো ইউপি সদস্য জাহাঙ্গীর ফরাজী ও বর্তমানে তিন মাস ধরে বালি কাটছে উপজেলা চেয়ারম্যানের ভাই মাহমুদ বিশ্বাস। যার ফলে বাওড়ের দুই পাড়ে ভাঙ্গন শুরু হয়ে গেছে ও অনেক ঘরবাড়ি, দোকানপাট ভাঙ্গার সম্ভাবনা রয়েছে। যদি বালু উত্তোলন বন্ধ না হয় তাহলে আগামীতে গ্রামের মানুষ বসবাস করতে পারবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক আরো একাধিক ব্যক্তি জানান, উপজেলা চেয়ারম্যানের ভাই মাহমুদ বিশ্বাস এই বাওড় থেকে গত তিন মাস ধরে বালু উত্তোলন করছে ও প্রতিদিন ৩০-৪০ টি বলগেট ভরে লাখ লাখ টাকার বালু নিয়ে যাচ্ছে। উত্তোলনকৃত বালু মাহামুদ বিশ্বাস তার চলমান কাজে খাটাচ্ছে ও বাইরে বিক্রি করছে। বর্ণি বাওড় একটি ঐতিহ্যবাহী বাওড়। এখান থেকে অনেক মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এছাড়া বালু কাটার পরবর্তীতে যখন ভাঙ্গন শুরু হবে তখন এই ভাঙ্গন ঠেকাবে কে? আমরা চাই এ বালু কাঁটা বন্ধ হোক।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহামুদ বিশ্বাস মুঠোফোনে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, বর্ণি বাওড়ে সরকারিভাবে ড্রেজিংয়ের কাজ চলতেছে। আমার কিছু চলমান প্রকল্পের কাজের জন্য ৫-৭ লাখ ফুট বালু প্রয়োজন তাই পানি উন্নয়ন বোর্ডের খননকারী কর্তৃপক্ষের কাছ থেকে সাব-কন্টাক্ট নিয়ে বালু উত্তোলন করছি। আমার পক্ষ থেকে যারা বালু উত্তোলন করছে তারা আমাকে বালু দেওয়ার পাশাপাশি বাইরে কিছু বালু বিক্রি করছে বলে খবর পেয়েছি। বিষয়টি দেখবেন বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ড খুলনা সাব-ডিভিশনের উপ বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দ্বায়িত্ব) সেকেন্দার আবু জাফর খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, টুঙ্গিপাড়ার বর্ণি বাওড়ে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার পরিদপ্তরের আওতায় ড্রেজিংয়ের কাজ চলছে। কিন্তু কাউকে সাব-কন্টাক্ট দেওয়া হয়নি। যদি কেউ বালু উত্তোলন করে থাকে সেটা অবৈধ।
টুঙ্গিপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, বর্ণি বাওড় থেকে কোন ব্যক্তির বালু উত্তোলনের অনুমতি নেই। পূর্বে খবর পেয়ে আমরা সেখানে গিয়ে বালু উত্তোলন বন্ধ করেছি। বাওড় থেকে বালু উত্তোলনের কোন অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply