কাশিয়ানী থেকে শেখ বোরহান ইসলাম,
কাশিয়ানীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলনের দায়ে জয়ন্ত সরকার ও হাসান নামে দুজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ২৪ সেপ্টেম্বর বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা আদর্শপাড়া এলাকা থেকে দেশীয় তৈরী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়। কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম জানান, বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা আদর্শপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এসময় বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জয়ন্ত সরকার ও হাসান নামে দুজন বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply