স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালিপাড়ায় গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে জোনায়েদ সেখ(১৪) নামক এক মাদরাসা শিকার্থী।
নিহত শিক্ষার্থী উপজেলার তারাশি গ্রামের মৃদুল সেখের ছেলে এবং পিঞ্জুরী মাদরাসার ছাত্র।
শুক্রবার বিকালে নিজ বসত ঘরের আড়ার সাথে গামছা দ্বারা গলায় ফাঁস দেয় সে।
জানা যায়, লেখা পড়ার জন্য শ্বাসন করায় মায়ের সাথে অভিমান করে আত্মহননের পথ বেছে নেয় জোনায়োদ ।
Leave a Reply