কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ রকিব হোসেন।
বুধবার (৪ মে) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের নিকট পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে তার জীবন বৃত্তান্ত জমা দেওয়া হয়েছে।
শেখ রকিব হোসেন শেখ পরিবারের অন্যতম সদস্য বঙ্গবন্ধুর প্রয়াত চাচা শেখ মোশাররফ হোসেন (খান সাহেব) -এর পুত্র। তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে চলেছেন।
শেখ রকিব হোসেনের পক্ষে তার জীবন বৃত্তান্ত জমা দেন সাবেক পৌর মেয়র ও জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল হক সিকদার (রাজু)। এ সময় তিনি বলেন, শেখ পরিবারের কেউ পৌর নির্বাচনে অংশ নিলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করে তাকে সমর্থন জানাবেন। তবে পৌর নির্বাচন উন্মুক্ত হলে তিনি এ নির্বাচনে অংশ নিবেন। তিনি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের হাতে শেখ রকিব হোসেনের জীবন বৃত্তান্ত তুলে দেন। এসময় দলীয় ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেখ রকিব হোসেন জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, গোপালগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা ড. শেখ ফজলুল করিম সেলিম মহোদয় তাকে দলীয় মনোনয়ন দিবেন বলে তিনি আশাবাদী। দলীয় নমিনেশন নৌকা প্রতীকে নির্বাচন হবে। নৌকা মার্কা জনগণের মার্কা, তাই জনগণের নিকট দায়বদ্ধতা নিয়ে তিনি গোপালগঞ্জ পৌর নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়ে গোপালগঞ্জ পৌরসভার উন্নয়ন ও জননেত্রী শেখ হাসিনা এবং শেখ সেলিম এমপির হাতকে শক্তিশালী করতে নিরলসভবে কাজ করে যাবেন। শেখ রকিব হোসেন গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার পৈতৃক বাড়িতে বসবাস করেন। তার বড় ভাই শেখ কবীর হোসেন, শেখ নাদির হোসেন লিপু, শেখ বিটু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, শেখ রকিব হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য, আমাদের রাজনৈতিক আদর্শ এই পরিবারের প্রতি শ্রদ্ধাশীল, তাছাড়া শেখ রকিব সাহেব একজন সহজ-সরল ও সাদা মনের পরোপকারী মানুষ। মানুষের বিপদে-আপদে তাকে সহজেই কাছে পাওয়া যায়।
তিনি দলের মনোনয়ন পেলে অবশ্যই ভালো হবে। তদুপরি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড যাকেই দলীয় মনোনয়ন দিবেন আমরা তাকে নিয়েই কাজ করবো। আসন্ন গোপালগঞ্জ পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে এ পর্যন্ত মোট ৯ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
এ বিষয়ে অচিরেই দলের কার্যনির্বাহী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে পর্যন্ত তিনি সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
Leave a Reply