কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইজন কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এ বছর কোটালীপাড়া উপজেলায় ২৫ হাজার ৪৭০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। চাষকৃত জমির ধান সহজে কাটা ও চাষের খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। এই মেশিন দিয়ে ঘণ্টায় ৩ বিঘা জমির ধান কাটা ও মাড়াই করা যাবে।
Leave a Reply