গোপালগঞ্জ প্রতিনিধিঃ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
এছাড়া টুঙ্গিপাড়ায় ৫ দিনব্যাপী আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ও হস্তশিল্পের মেলার আয়োজন থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। ভিভিআইপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, টুঙ্গিপাড়ায় আগমনকারীদের প্রত্যেককেই কোভিড-১৯ শনাক্তকরণের পরীক্ষা এবং টিকা নেওয়ার সনদ পত্র থাকতে হবে।
এসময় প্রস্তুতিমূলক সভায় জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, মো. উসমান গনি, মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজমুল হাসান নাজিম, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply