স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার থানা চত্ত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, বিআরডিবি’র চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, আমিনুজ্জামান খান মিলন, তুষার মধু, ভীম চন্দ্র বাগচী বক্তব্য রাখেন।
জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। যে কোনো পরিস্থিতিতে পুলিশ বাহিনী আপনাদের পাশে থাকবে। অপরদিকে শিক্ষার্থীদেরকে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুইটি পড়ার জন্য অনুরোধ করেন জেলার এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply