স্টাফ রিপোটার,
গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব-এর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ অক্টোবর সকালে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে এ ল্যাব এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ খান গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অন্যান্য শিক্ষক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ খান গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, আগে গোপালগঞ্জ থেকে করোনা (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হতো এবং সেখান থেকে ৩ দিন পর রেজাল্ট আসতো। এখন থেকে গোপালগঞ্জের এই পিসি আর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি খুব সহজেই শনাক্ত হবে। এছাড়া এখানে পর্যাপ্ত পরিমাণ কীট রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply