নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবীতে গোপালগঞ্জে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার ৫২টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে তারা তাদের দাবী সম্বলিত বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার প্রদর্শন করে শ্লোগান দেন। কর্মসূচি চলাকালে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আহসান হাবিব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, মোঃ আরশ আলী, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, গত ২০১৮ সালে ১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচি চলাকালীন সময় সরকারি নির্দেশে সচিব মহোদয় আন্দোলন স্থলে এসে শিক্ষকদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। ১৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ২৫০০ টাকা ও সহকারী শিক্ষকরা ২৩০০ টাকা ভাতা পান। যা এ দ্রব্যমূল্যের বাজারে অমানবিক। শিক্ষকদের অবমাননা ছাড়া কিছুই না। তাই তারা দ্রুত এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবী জানান। পরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের লক্ষে ৭ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেন শিক্ষক নেতৃবৃন্দ।
Leave a Reply