নিজস্ব প্রতিনিধি,
গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য ও শেখ লুৎফর রহমান কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম মন্নু হাজরার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ১ম আদালতে একটি মামলা (দেঃ ৫০/২০২০) দায়ের করেছেন আব্দুল জব্বার শেখের ছেলে ভুক্তভোগী নজরুল ইসলাম শেখ ও সাইফুল ইসলাম শেখ। মামলা সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কোটালীপাড়া মোতালক বি.আর.এস. ৯৫ নং হিজল বাড়ী মৌজার বি.আর.এস ২২৪ নং খতিয়ানের বি.আর.এস ২৫১২ দাগে বাড়ি ১-৭০ একর জমি বাদীর রেকর্ডীয় সম্পত্তি যা বিবাদী মন্নু হাজরা জবর দখল করে উক্ত জমিতে বাংলো নির্মাণ করেছেন।
বাদী নজরুল ইসলাম শেখ ও সাইফুল ইসলাম শেখ বাধা দিতে গেলে বিবাদী মন্নু হাজরা তাদেরকে শর্টগান দিয়ে গুলি করে প্রাণনাশের হুমকি দেন অভিযোগ করেন। এছাড়াও তার বিরুদ্ধে কোটালীপাড়া আ.লীগ কার্যালয়ের সম্মুখে, ঘাঘর বাজারের পশ্চিম দিকের ব্রিজের নিকট সরকারি খাস জমি দখলের অভিযোগ সহ রাজধানী ঢাকায় সরকারি জায়গায় অবৈধভাবে একটি ইমারত নির্মাণ এবং পরবর্তীতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা উচ্ছেদ করেন এমন অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করলে বিবাদী মন্নু হাজরা ওরফে নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এ সকল ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই, শুনেছি আদালতে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। আমি আমার কাগজপত্র একজন আইনজীবীর নিকট পাঠিয়েছি। আইনগতভাবে আমি এর মোকাবেলা করবো।
Leave a Reply