বরিশাল থেকে এস এম ওমর আলী সানী,
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামের কালি মন্দিরে যাতায়াত ও বিশ্বাস বাড়ি সহ ২০ থেকে ২৫ পরিবারে চলাচলে রাস্তা না থাকায় তারা চরম দূরভোগে রয়েছে। এলাকাবাসীর দাবি অচিরেযাতে মাটির রাস্তাটি নির্মান হয় এবং এলাকার জন দূরভোগ থেকে মুক্তিপায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলার ৪ নং গৈলা ইউনিয়ন পরিষদের ২নং কাঠিরা ওয়ার্ডের কাঠিরা গ্রামের কাঠিরা মাধ্যমিক বিদ্যালয় থেকে কালি মন্দির হয়ে প্রায়ত শিক্ষক সর্বান্দ বিশ্বাস এর বাড়ি পর্যন্ত চলাচলের রাস্তা না থাকায় ২০ থেকে ২৫ টি পরিবার চরম দূরভোগে রয়েছে। এলাকাবাসীর দাবি অচিরে মাটির রাস্তাটি নির্মান হলে এলাকার জন দূরভোগ থেকে মুক্তিপাবে।
এলাকার রিচার্ড বিশ্বাস বলেন, আগৈলঝাড়া উপজেলার কাঠিরা বিশ্বাস বাড়ি একটি ঐতিহ্যাবাহি বাড়ি। আমাদের বাড়ি সহ পাড়ার জনগন চলাচলরে জন্য কোন রাস্তানেই। বর্ষা আসলে আমাদের চলা-চলে যেমন সমস্য তেমন স্কুর-কলেজ পড়–য়া শিক্ষার্থীদে দূভোগ পহাতে হয়। তিনি আরো বলেন, কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হলে তার কোন রাস্তানেই। এই রাস্তাটি নির্মান করা হলে এলাকাবাসীর জীবন মানের উন্নয় হবে এবং দীর্ঘদিনের দূভোগ থেকে আমার মুক্তিপাবো।
এব্যপারে গৈলা ইউনিয়ন পরিষদের ২নং কাঠিরা ওয়ার্ডের মেম্বার সুদিন অধিকারী এবং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি চিন্ময় বাড়ৈ বলেন, কালি মন্দির হয়ে প্রায়ত শিক্ষক সর্বান্দ বিশ্বাস এর বাড়ি পর্যন্ত নতুন মাটির রাস্তাটি নির্মন করা একতান্ত জরুরী।
Leave a Reply