ডেস্ক রিপোর্ট: কৃষিখাতে প্রতি বছর যে টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে তা দিয়ে একটা করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
শনিবার (১৬ এপ্রিল) বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যা বাড়লেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। এটা বিশ্বের আশ্চর্য একটা জিনিস। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে গবেষণা করে খাদ্য উৎপাদন বাড়ানোয়। আগে যেখানে আমরা একটা ফসল উৎপাদন করতাম, এখন সেখানে দুটা-তিনটা ফসল উৎপাদন করি। তাই কৃষি জমির পরিমাণ কমলেও খাদ্য উৎপাদনে ঘাটতি পড়েনি।
তিনি আরও বলেন, এখন বিনা পয়সায় বীজ ও সার দিতে চাইলেও লোক নাকি আসে না। ইউরিয়া এক কেজির দাম ধরা হয় ১৬ টাকা, সেটার বাজারে দাম ৯৮ টাকা। সেখানে সরকার ভর্তুকি দিচ্ছে ৮২ টাকা। আবার টিএসপি সার যেটা সরকার বিক্রি করছে ২২ টাকায়, সেটার বাজারে দাম ৮৭ টাকা আর ভর্তুকি ৬৫ টাকা। ডিএপি সার সরকারের পক্ষ থেকে বিক্রি করা হয় ১৬ টাকা করে, যেটা বাজারে ৯৬ টাকা আর সরকার ভর্তুকি দিচ্ছে ৮০ টাকা। এমওপির দাম ১৫ টাকা, বাজারে ৬৩ টাকা আর সরকার ভর্তুকি দিচ্ছে ৪৮ টাকা।
প্রতিমন্ত্রী ফারুক শামীম বলেন, কৃষি সচিব বলেছেন প্রতি বছর ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এ ভর্তুকি দেওয়া হচ্ছে যাতে দেশের মানুষ অভুক্ত না থাকেন, খেয়ে পড়ে বেঁচে থাকেন, স্বাবলম্বী হতে পারেন। পেটে ভাত থাকলে কাজ করতে কষ্ট হবে না আর না থাকলে পারবেন না।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা হক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হারুন অর রশিদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান মধু প্রমুখ।
পরে ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ২০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজ দেওয়া হয়েছে।
Leave a Reply