স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে অঙ্কিতা ঢালী (৫) নামক এক পাঠশালা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিপুল ঢালীর মেয়ে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে পাঠশালা থেকে ফিরে খাওয়া দাওয়া শেষে বন্ধুদের সাথে খেলতে বের হয় অঙ্কিতা।
অনেক খোজাখুজির পর বাড়ীর পাশে নিজ পুকুরে সন্তানের অর্ধ ডুবন্ত হাত দেখতে পেয়ে টেনে তোলে মা শিল্পী ঢালী। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- কোন অভিযোগ না থাকায় লাশ টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply