শ্যালকের চাকুর আঘাতে দুলাভাই সহিফুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ওই ঘটনার পর শ্যালক পালানোর সময় জনতা তাকে আটক করেছেন।
সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক শ্যালককে জনতার হাত থেকে উদ্ধার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনার পর ওই বাড়িতে থাকা ২টি গরুসহ খাদ্য সামগ্রী ও আসবাবপত্র লুট করেছে উত্তেজিত জনতা। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত দুলাভাই সহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসোন গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আর ঘাতক শ্যালক জুয়েল রানা (৩২) পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামের জলিল হোসেনের ছেলে। তারা দুজন সম্পর্কে শ্যালক-দুলাভাই। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘাতক জুয়েলের বাবা আবুল কাশেম পারিবারিক বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে তাঁর তিন জামাই ও ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ঘরোয়া বৈঠকে বসেন। সেখানে ছেলে জুয়েলের চিকিৎসার বিষয়ে আলোচনার একপর্যায়ে জুয়েলকে মাদক পূর্ণবাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে সবার সামনে তার দুলাভাইকে গালিগালাজ করতে থাকে। জুয়েল বাড়ির বাহিরে আসতে চাইলে তিন দুলাভাই তাকে বাঁধা দেন। এতে সে ক্ষিপ্ত হয়ে দৌড়ে ঘরের ভিতরে গেলে তখন তাঁর দুলাভাইরাও ঘরে যান। এসময় জুয়েল হাতে একটি চাকু নিয়ে ঘরের ভিতরেই সবার সামনেই তার দুলাভাই সহিফুল ইসলামকে বগলের নিচে আঘাত করে। সাথে সাথে তিনি মাটিতে পড়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ওই বাড়িতে জড়ো হতে থাকেন। একপর্যায়ে জনগণ উত্তেজিত হয়ে জুয়েলকে খুজতে থাকে। এরপর জুয়েল পালানোর সময় মাঠ থেকে স্থানীয় জনতা তাকে আটক করে।
ঘটনার পর নিহতের গ্রামের লোকজন এসে উত্তেজিত হয়ে ওই বাড়িতে থাকা দুটি গরু, খাদ্য সামগ্রী ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
নিহতের চাচা আব্দুল্লাহ বলেন,‘আমার ভাতিজাকে আজ সকালে ডেকে নিয়ে শ্বশুর ও শ্যালক মিলে চাকু মেরে হত্যা করেছে। আমি ভাতিজা হত্যার বিচার চাই।
স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন,‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে দেখি জুয়েলের দুলাভাইয়ের মরদেহ ঘরের ভিতরে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর পুলিশ জনতার হাত থেকে জুয়েলকে উদ্ধার করছে। আসলে কি কারনে হত্যার ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। তদন্ত করলেই আসল রহস্য বের হয়ে আসবে। তিনি আরও বলেন, লুটের যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন,‘ঘটনার পর ঘাতক জুয়েলকে জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply