স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাতের আধারে তালা ভেঙ্গে মন্দিরের একাধিক দেব-দেবীর মুর্তিসহ পূজার সরঞ্জাম চুরি করে নিয়েছে দূর্বৃত্তরা। গতকাল রবিবার দিবাগত রাতে মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুবল চক্রবর্তীর হিরণ গ্রামের পারিবারিক মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ পরিদর্শন করেছেন ঘটনাস্থল। অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতে পুজা শেষে মন্দিরের দরজা তালাবদ্ধ করে ঘুমিয়ে যায় পরিবারের লোকজন। ভোর ৫টায় ঘুম থেকে বাহিরে এলে মন্দিরের তালা ভাঙ্গা দেখতে পেয়ে ভিতরে গিয়ে পিতলের দূর্গা, কালি, গণেশ ও বিষ্ণু মুর্তিসহ পূজায় ব্যবহৃত কাসা, পিতল ও তামার সরঞ্জামাদি চুরির বিষয়টি বুঝতে পারে সাংবাদিক সুবল সহ সজনেরা। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply