কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হলেন মোঃ আইয়ূব আলী মোল্লা।
কর্মগুনে ও ভূমি সেবায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আইয়ূব আলী মোল্লা। এ উপলক্ষে রোববার (২৯ জুন) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আইয়ূব আলী মোল্লা মহান আল্লাহ পাকের নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, কর্মজীবনে তিনি সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে ইতোপূর্বেও একাধিকবার জেলা পর্যায়ে ব্যাপক সুনাম ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
Leave a Reply