লালমনিরহাট প্রতিসিধিঃ মো.হাসমত উল্ল্যাহ,
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ প্রাঙ্গনে,প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে রামাদান ফুড প্যাকেজ বিতরন করা হয়।
গত(২৬শে এপ্রিল)২০২১ইং সমবার প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে কাতার চ্যারিটির আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ২০০টি দরিদ্র,অসহায়,এতিম,প্রতিবন্ধী পরিবারের মাঝে ১মাসের রমাদান ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান,উক্ত প্যাকেজে ২৫কেজি মিনিকেট চাউল,৫লিটার সয়াবিন তেল,৩কেজি মসুর কালাই,৩কেজি ছোলা,২কেজি চিনি,২কেজি পিয়াজ,১কেজি লবণ,১.৫কেজি উন্নত মানের খেজুর সম্মিলিত একটি করে প্যাকেজ প্রত্যকের মাঝে বিতরন করা হয়েছে।
প্রধান অতিথি বক্তব্যে বলেন এই ধরনের মানবিক কর্মসূচি প্রকৃত পক্ষে প্রফিট ফাউন্ডেশন এই জেলায় ব্যাপক ভাবে করে আসছে বলে আমি মনে করি তাই সংস্থাটিকে ধন্যবাদ জানাচ্ছি যাতে করে আগামীতে আরো এই ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচি ব্যাপক ভাবে করতে পারে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার চ্যারিটি হেড অফিস প্রতিনিধি আবু সাঈদ, সুপারভাইজার মোঃ আতিকুর রহমান, পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ,সহ সাংবাদিক, জনপ্রতিনিধি ,উপকারভোগী ও পিএফ এর ভলান্টিয়ার এবং কর্মীগন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply