মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৭নং চলবলা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ২০২২পিচ ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধারসহ একজন কে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ।
গত ৭ই মে লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল এর নেতৃত্বে এসআই/মৃগেন্দনাথ সরকার, এসআই/ রুহুল ইসলাম, এএসআই ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৭নং চলবলা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে শিয়াল খোয়া মৌজাস্থ হইতে শ্রী প্রকাশ চন্দ্র রায় ওরফে বর্মন ওরফে মিলন এর নিজ বসতবাড়ির শয়ন ঘরের ভিতর হইতে বিশেষ কায়দায় রাখা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ২০২২(দুই হাজার বাইশ ) পিচ এবং ফেনসিডিল ০২(দুই) বোতল, ইয়াবা ট্যাবলেট গোপনে রাখা লোহার বড় নাট ১২ টি, মাদক বিক্রির নগদ ৩৮,৮০০/-(আটত্রিশ হাজার আটশত) টাকা এবং ০২ টি মোবাইল ফোন উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর হলেন প্রকাশ চন্দ্র রায় মিলন(৩০), পিতা জাদু বর্মন,গ্রাম শিয়াল খাওয়া উপজেলা কালীগঞ্জ জেলা লালমনিরহাট।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয় -মামলা নং- ০৫, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(খ)/১৪(ক)/৩৮ রুজু করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ৭নং চলবলা ইউনিয়নের শিয়াল খোয়া মৌজাস্থ হইতে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ২০২২পিচ এবং ফেনসিডিল ০২ বোতল, মাদক বিক্রির নগদ ৩৮,৮০০/ টাকা এবং ০২ টি মোবাইল ফোন উদ্ধারসহ প্রকাশ চন্দ্র রায়(মিলন),নামের এক জনকে গ্রেফতার করেন কালীগঞ্জ পুলিশ।
Leave a Reply